Ticker

6/recent/ticker-posts

কিভাবে Oracle WebLogic 12 Installing and Configuring করবেন?

কিভাবে Oracle WebLogic 12 Installing and Configuring করবেন?

আজকে Weblogic 12c কিভাবে Install And Configure করবেন, সে বিষয়ে সম্পুর্ন আলোচনা এবং দেখানোর চেষ্টা করবো। Weblogic Install করার জন্য প্রথমে নিচের লিংকে ক্লিক করে Weblogic এবং Java 8 Download করতে হবে। Download Complete হয়ে গেলে নিচের ধাপ গুলি সম্পন্ন করবো। এ বিষয়ে আরো বিস্তারিত সম্পুর্ন ভিডিও/পোষ্টে আলোচনা করা হবে। সম্পুর্ন ভিডিও ও পোষ্টটি দেখার এবং আমার ইউটিউব চ্যানালটি সাবসক্রাইব করার জন্য অনুরাধ করা হলো।

Download Weblogic- https://www.oracle.com/middleware/technologies/weblogic-server-installers-downloads.html#license-lightbox
Download Java 8- https://www.oracle.com/java/technologies/javase/javase8-archive-downloads.html#license-lightbox

আমি পূর্বের Weblogic এবং Java ডাউনলোড করেছি বিধায় নতুন করে আরও ডাউনলোড করলাম না। 

Download complete হলে প্রথমে Java ইনস্টল করবো। Java ইনস্টল complete হলে Weblogic ইনস্টল করার জন্য নিচের ধাপগুলি পর্যায়ক্রমে অনুসরন করবো

  • Weblogic zip ফাইলটি আনজিপ করুন.
  • আপনার কম্পিউটারের Command Prompt Administrator mode ওপেন করুন

Weblogic install করার জন্য আমরা প্রথমে Java install folder লোকেশনটি কপি করে রাখবো।

".jar" ফাইলের লোকেশন path কপি করে রাখবো।

C:\Program Files\Java\jdk1.8.0_202\bin
C:\Users\jaber\OneDrive\Desktop\Weblogic\fmw_12.2.1.4.0_wls_lite_generic.jar

Now I Will Run The Following Scripts In Command Prompt.

CD C:\Program Files\Java\jdk1.8.0_202\bin
C:
java.exe -jar C:\Users\jaber\OneDrive\Desktop\Weblogic\fmw_12.2.1.4.0_wls_lite_generic.jar

সর্বশেষ কমান্ড ব্যবহার করার সাথে সাথে নিচের ছবির মত Weblogic Install করার জন্য একটি উইন্ডো ওপেন হবে.

  • Next বাটনে ক্লিক করবো.
  • পুনরায় next বাটনে ক্লিক করবো.

Weblogic যে ফোল্ডার install করতে চাই, সে folder লোকেশন সেট করবো, আমি default folder লোকেশন ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছেমত folder লোকেশন পরিবর্তন করতে পারবেন।

  • Next বাটনে ক্লিক করবো
  • একটি admin server ক্রিয়েট করবো এবং ডান পাশে নিয়ে আসবো.
  • Next button ক্লিক করুন এবং Install সম্পূর্ণ করতে শেষ Install button Click করুন.
  • Install কমপ্লিট হলে ফিনিশ বাটনে ক্লিক করবো।

Weblogic install শেষে domain create করার জন্য নতুন একটি window open হবে.

  • Next বাটনে ক্লিক করবো.
  • Admin একাউন্ট এর জন্য Username And Password দিন.
  • পুনরায় Next বাটনে ক্লিক করবো.
  • Administration Server ক্লিক করবো.
  • Listen Address IP address সিলেক্ট করবো.
  • তারপর Next Button ক্লিক করবো.
  • সবশেষে Create Button ক্লিক করবো।

Create সম্পন্ন হলে নিচের ছবির মত Admin Server Address দেখবেন। Admin Server Url কপি করে Finish বাটুনে ক্লিক করুন।

এখন আমাদের Browser Open করবো এবং Url ব্যবহার করে  Weblogic Console প্রবেশ করবো। আপনার দেওয়া User Id And Password দিয়ে Weblogic Console লগইন করবো।

WebLogic Server Administration Console 12c logging করার পর

  • বাম পাশ থেকে Deployments বাটনে ক্লিক করবো

এখন আমাদের Ords.war এবং I.war দুইটি ফাইল Install করতে হবে. 
পূর্বের ইনস্টল করা Apex Folder থেকে Image Folder কপি করে Ords Folder পেষ্ট করবো এবং Image Folder নাম পরিবর্তন করে শুধু "I" ব্যবহার কররবো

I.war ক্রিয়েট করার জন্য পুর্বের ক্রিয়েট করার Ords ফোল্ডারে প্রবেশ করবো এবং নিচের কমান্ড ব্যবহার করে I.war ফাইলটি ক্রিয়েট করবো।

CD D:\ords
D:
java -jar ords.war static D:\ords\i

এখন প্রথমে I.war এর উপর Click করে Next Button  ক্লিক করবো। 
সবশেষে Finish Button ক্লিক করবো।

পরবর্তীতে পুনরায় আবার Install Button Click করে পূর্বের নিয়ম মোতাবেক Ords.war ফাইলের উপর Click করে নেক্ট Button  Click করবো এবং Finish Button Click করে Weblogic Configuration সম্পন্ন করবো।

আমাদের সকল কাজ সম্পন্ন হলে আপনার Ip এবং Port এর পরে Ords দিয়ে Browse করুন, Example Url- Http://192.168.74.73:7001/ords সঠিকভাবে আপনার Oracle Apex Workspace Open হবে।  


আশাকরি আমার সম্পুর্ন পোষ্ট এবং ভিডিওটি দেখে Weblogic12c সঠিকভাবে Install এবং Configure করতে পারবেন। দয়া করে আমার Youtube Channel Subscribe করে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন। কোন প্রকার সমস্যা অথবা প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ধন্যবাদ। 

 

🙍🏾‍ Md jABER HOSSEN
📲 Mobile-8801760688286
📨 Email- jaberit786@gmail.com
🌐 FB- facebook.com/mdjaber.hossen1
Please Subscribe to My Channel

Post a Comment

0 Comments